শারদীয় দূর্গা উৎসব-২০২২
নেত্রকোনার খালিয়াজুরীতে মন্ডপ গুলিতে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি
বছর ঘুরে আবারো আগমন ঘটবে শারদীয়া। এই উপলক্ষ্যে খালিয়াজুরীতে মন্ডপে মন্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রং তুলির আঁচড়ে দেবী দূর্গাকে সাজানো প্রায় শেষের দিকে। একেই সঙ্গে চলছে আলোকসজ্জার কাজও।
উৎসব নির্বিঘ্নে শেষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক অজিদ কুমার দাস। তিনি আরো বলেন, এবছর উপজেলায় ৪২ টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গা পূজা। এর মধ্যে মেন্দিপুর ইউনিয়নে ১১টি, চাকুয়া ইউনিয়নে ১৩টি, সদর ইউনিয়নে ৯টি, নগর ইউনিয়নে ৬টি, কৃষ্ণপুর ইউনিয়নে ২টি ও গাজীপুর ইউনিয়নে ১টি পূজা অনুষ্টিত হবে।
প্রতি মন্ডপেই থাকছে সিসি ক্যমেরাসহ আইন শৃক্সখলা বাহিনীর কঠোর নিরাপত্তা। এ ব্যপারে খালিয়াজুরী থানা অফিসার ইনচার্জ খায়রুল বাসার জানান, যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলার সকল পূজা মন্ডপেই থাকবে পুলিশের কঠোর নজরদারির ব্যবন্থা।
তাছাড়া প্রতিটি মন্ডপেই গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের মোতায়ন করা হবে। শুধু তাই নয় পূজা মন্ডপে কেউ নাশকতা করার চেষ্টা করলে নাশকতাকারী যতই প্রভাবশালী হউক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন