নেত্রকোনার দুর্গাপুরে মিডিয়াকর্মীদের সাথে সেনাক্যাম্প প্রধানের মতবিনিময়

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সেনাবাহিনী ক্যাম্প প্রধানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিরিশিরি সেনাক্যাম্প অস্থায়ী মিলনায়তনে মতবিনিময় করেন দুর্গাপুর সেনাক্যাম্প প্রধান ক্যাপ্টেন সাজিদ বিন রওশন।

সভায়, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রন নিয়ে বিস্তারিত আলোচনা করে তিনি বলেন, উপজেলার প্রতিটি এলাকায় সহিংসতা বন্ধ সহ সব অপরাধ দমনে সেনাবাহিনীর টহল অব্যাহত থাকবে। এলাকার সকল সম্প্রদায়ের জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সার্বক্ষণিক নজর রাখছে সেনাবাহিনী।

যারা চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস এবং চোরাচালান সহ নানা দুর্নীতির মাধ্যমে সম্পদ গড়ে তুলেছেন, প্রমান সাপেক্ষে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, সেইসাথে মাদক ও চোরাচালান বিষয়ে কোন ছাড় দেয়া হবে না বলে জানান ক্যাম্প প্রধান ক্যাপ্টেন সাজিদ বিন রওশন।

মতবিনিময় সভায় দুর্গাপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সেনা ক্যাম্পের অন্যান্যরাও উপস্থিত ছিলেন।