নেত্রকোনার দুর্গাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের অংশগ্রহনে এ দিবস পালিত হয়। পৌর এলাকার বিরিশিরিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও আলোচনা সভার মাধ্যমে দিবস পালিত হয়।
পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপি‘র আহবায়ক আতাউর রহমান ফরিদ, ওসি মো. বাচ্চু মিয়া।
শহীদ পরিবারের সন্তান অধ্যাপক রফিকুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার।
এছাড়া অন্যদের মধ্যে, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি এম.এ জিন্নাহ্, পৌর বিএনপি‘র আহবায়ক হারেজ গণি, সহকারী অধ্যাপক আব্দুল আজিজ সহ উপজেলায় কর্মরত অফিসার্সবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার শহীদ পরিবারের সন্তানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন