নেত্রকোনার দুর্গাপুরে সিপিবি‘র জনসভা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/10/Durgapur-pic-26-02-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
‘হটাও চাঁদাবাজী,লুটপাট কায়েম কর সাম্যের বাংলাদেশ’’এই প্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর শাখার আয়োজনে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার যুগ্নসাধারণ সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায়, সিপিবি সভাপতি মীর আলজাছ উদ্দিন মীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড ডাঃ দিবালোক সিংহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি নেত্রকোনা জেলা কমিটির সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার, সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ সহ সিপিবি‘র অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।
বক্তারা বলেন, সারাদেশে হাসিনা সরকারের পতনের পরও দেশে ওই রকম চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড চলছে, এখনো বিগত সরকারের গুন্ডারা গুপ্তভাবে নিপিড়ন-নির্যাতন করে যাচ্ছে। আমরা বাংলাদেশকে ভালোবাসি। এইদেশে শিক্ষক লাি ত হউক আমরা আর দেখতে চাইনা।
শিক্ষার্থীর রক্ত ঝরুক আমরা তা চাইনা। ছাত্র আন্দোলনে নিতহ ও আহতদের তালিকা তৈরী করে আহতদের সু-চিকিৎসা ও পরিবারের পুনর্বাসনের উদ্দ্যেগ নিতে হবে। বিদ্যুৎ পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। দ্রব্যমুল্যের উর্দ্ধগতিতে সাধারণ মানুষ দিশেহারা। এসকল বিষয় সমাধানে অন্তবর্তি সরকারের কাছে জোর দাবী জানান তারা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন