নেত্রকোনার পূর্বধলায় ট্রাক উল্টে নারী নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/05/মৃত্যু.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোণার পূর্বধলা উপজেলার জারিয়া-বিরিশিরি সড়কের পাবই দাসপাড়া এলাকায় পাতা কুড়ানোর সময় চলন্ত ট্রাক উল্টে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার আব্দুল হেকিমের স্ত্রী সমলা খাতুন (৫৫)।
পুলিশ জানান, মঙ্গলবার বিকেলে রাস্তার পাশে পাতা কুড়াচ্ছিলেন সমলা। এ সময় বিরিশিরি থেকে ময়মনসিংহগামী একটি বালুবাহী ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ডাম্পট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন