নেত্রকোনার মদনের ধর্ষণ মামলার পলাতক আসামী র্যাবের হাতে গ্রেপ্তার
নেত্রকোনা মদন উপজেলার ধর্ষন মামলার পলাতক আসামি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামের সনজু মিয়ার ছেলে।
(২২ নভেম্বর) শুক্রবার বেলা ১২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সহকারি পুলিশ সুপার মো.আব্দুল হাই। তিনি কিশোরগঞ্জ র্যাব-১৪ (সিপিসি-২) এর অধিনায়ক ও মিডিয়া অফিসার।
এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে আসামি মো.শফিকুল ইসলামকে র্যাব-১৪ এর একটি অভিযানিক দল র্যাব-১১এর সহায়তায় নরসিংদীর সদর থানাধীন খিক্ষা চত্ত্বর এলাকা হইতে গ্রেফতার করে।
র্যাবের মিডিয়া অফিসার মো.আব্দুল হাই জানান, গত ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী রাতের খাবারের পর রান্না ঘর পরিস্কার শেষে ময়লা ফেলানোর জন্য ঘরের বাহিরে যান। এ সময় পূর্ব থেকে উৎ পেতে থাকা শফিকুল ইসলাম (২৫) ভিকটিমের মুখ গামচা দিয়ে বেঁধে ফেলেন এবং হাতে থাকা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে যান। ভুক্তভোগীর ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন শফিকুল ইসলাম।
তিনি আরও জানান,এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে গত ২০ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আসামির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতার বিষয়ে মদন থানার এস আই জানান, বাহারুল ইসলাম জানান, ধর্ষন মামলার পলাতক আসামি শফিকুল ইসলামকে গত ২১ শে নভেম্বর বৃহস্পতিবার রাতে র্যাবের-১৪ এর সহযোগিতায় নরসিংদী সদর খিক্ষা চত্বর এলাকা থেকে গ্রেফতার করে মদন থানায় প্রেরন করে।আজ শুক্রবার আসামীকে নেত্রকোনা কোর্টা হাজতে প্রেরণ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন