নেত্রকোনার মদনে কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নেত্রকোনার মদন উপজেলা ও পৌর শাখার কৃষক দলের উদ্যোগে ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে দলীয় কার্যালযে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন মাধ্যমে দিবসটি সূচনা করা হয়। দলীয় অফিস হতে একটি বর্ণাঢ্য শোভ যাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা মজলিস,, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি মোঃ নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপি সভাপতি মোঃ কামরুজ্জামান চন্দন।
সাধারণ সম্পাদক, আব্দুল কাদির,যুবদলের সাবেক সভাপতি মোঃ সাইফ উদ্দিন আহমদ সেকুল,সাবেক উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল আলম লালু, পৌর কৃষক দলের সভাপতি মোঃ মাসুদ মিয়া, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল।
সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির,পৌর ছাত্র দলের আহবায়ক মাহমুদ রহমান মিটু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ হাবিবুল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেনসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন