নেত্রকোনার মদনে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত

“দুর্যোগের পূর্বাভাস প্রস্ততি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি,এই শ্লোগানকে সামনে রেখে মদন উপজেলায় সোমবার সকালে শোভ যাত্রা, অগ্নিকান্ড বিযয়ক সচেতনতা মূলক মহরা ও আলোচনা সভার মধো দিয়ে জাতীয় দুর্যোগ
প্রস্ততি দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ কর্মসূচির আয়োজন করে। দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভ যাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মাঠে অগ্নিকান্ড বিষয়ক ফায়ার সার্ভিসের আয়োজনে এক সচেতনতা মূলক মহরা অনুষ্টিত হয়।

মহরা শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, শিক্ষা কর্মকর্তা শফিউল বারী, সমবায় কর্মকর্তা আবুল কালাম,পাট উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, আই সিটি কর্মকর্তা তারেক মাহমুদ প্রমূখ।