নেত্রকোনার মদনে জাতীয় বিজ্ঞান মেলা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম অলিম্পিয়াড উদযাপন উপলক্ষ্যে ২ দিন ব্যাপী “বিজ্ঞান মেলা-২০২৩” এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) বিকালে উপজেলার মুক্ত মঞ্চে অনুষ্ঠিত এ মেলায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।
বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। স্টল পর্যায়ে ১ম স্থান অর্জন করেন, জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে, বিদ্যালয় পর্যায় ১ম স্থান অর্জন করেন, জাহাঙ্গীর পুর টি আমিন সরকারি উচ্চ বিদ্যালয়। সাজ সজ্জায় সেরা স্টল ১ম স্থান অর্জন করেন,ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়, বিজ্ঞান ভিওিক উপস্থিত বক্তব্য ১ম স্থান অধিকার করেন বাঁশরী মেহেরুনেচ্ছা উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়, জাহাঙ্গীর পুর টি আমিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহ-শিক্ষক মোঃ বাবুল তালুকদার।শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচত হয় স্কুল অব একি্রলেন্সের আনাস সাদান। শ্রেষ্ঠ এন জিও নির্বাচিত হয়, বারসিক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এটি এম আরিফ, কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, মৎস্য অফিসার মোঃ কামরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল বারী। বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল।
আরো উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার জোছনা বেগম, গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগণ।
এ মেলায় মোট ১৭টি স্টল অংশ গ্রহন করেন , উক্ত বিজ্ঞান মেলা ২০২৩ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের কারণে চলতি বছের (২০২৪ সাল) ২২,২৩ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার মৌরি তানিয়া মৌ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন