নেত্রকোনার মদনে পতিত জমি চাষ করতে গিয়ে সংঘর্ষ

নেত্রকোণা মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নে শিবপাশা গ্রামের তরুণ চৌধুরী ছেলে শাওন মিয়ার পতিত জমি চাষ করতে গেলে একই গ্রামের রতন মিয়ার ছেলে হলুদ মিয়া বাধাঁ দিলে সংঘর্ষ ঘটে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সরজমিন গিয়ে জানা যায়, গত বুধবার তিয়শ্রী স্থানীয় বাজারে যায়, বাবর আলীর ছেলে রফিকুল ইসলাম( ৫০) বাজার হতে আসার সময় তমজিত হোসেনের ছেলে আলী রাজ রাস্তা অবরোধ করে অর্তকিত ভাবে হামলা করে এ সময় তার ডাক চিৎকার শুনে লাহেছ মিয়ার ছেলে নীরব এগিয়ে আসলে সে ও হামলা স্বীকার হয়।

এতে গুরুত আহত হলে পরিবারের লোকজন মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। অপর দিকে তমজিদ হোসেন এর ছেলে আলি রাজ (২৫) ও কাছুম আলীর ছেলে জীবন গুরুত আহত হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ প্রেরণ করে।

মদন থানার ভার প্রাপ্ত কর্মকর্তা দেবাংশু জানান, ঘটনা স্থলে পুলিশ পাটানো হয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।