নেত্রকোনার মদনে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নেত্রকোনার মদনে কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপি’র সভাপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহি টুটন বিএনপি সহ- সভাপতি সাইদুর রহমান সম্রাট, যুগ্ন সাধারন সম্পাদক সাইফ আহম্মদে সেকুল,সাংগঠনিক সম্পাদক শামছুল আলম লালু, ও পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাদিকুল ইসলাম আঙ্গুর। আলোচনা সভা শেষে কেক কাটা ও মোনাজাত করা হয়।

পরে, বিএনপি’র দলীয় কার্যালয় হতে এক শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হল মাঠে এসে শেষ হয়।