নেত্রকোনার মদনে বিতর্কিত শিক্ষা পাঠ্যক্রম বাতিলের দাবিতে মানববন্ধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/IMG_20230126_122709-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোনা মদন উপজেলা সদরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ব্যানারে শিক্ষা সংস্কার ২০২৩ বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবীতে উপজেলা পরিষদের সামনে বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) সকালে এক মানববন্ধন কর্মসূচি আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা।
এ সময় বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মোঃ সাব্বির হোসাইন। তিনি বলেন, সকল ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক এই মতবাদকে চাপিয়ে দিতে কোমলমতি শিক্ষার্থীদের মন-মস্তিস্কে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
‘তিনি আরও বলেন, আজকের শিশু যে, বোধ বিশ্বাস নিয়ে বেড়ে উঠেছে আগামী বাংলাদেশ সেই পথেই হাঁটবে। বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবীতে আমাদের এ মানববন্ধন।
নেত্রকোনা জেলা সহ-সভাপতি মোঃ মাহমুদুল হাসান
বলেন, “শিক্ষাই জাতীর মেরুদণ্ড” এই স্লোগানকে উজ্জীবিত করার লক্ষ্যে বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও দেশীয় বোধ বিশ্বাস সংস্কৃতি বিরোধী এবং শিশু কিশোর মনে বিরূপ প্রভাব সৃষ্টিকারী নতুন পাঠ্যক্রম ২০২৩ সংস্কার ও প্রণয়ন বাতিলের দাবীতে আজ আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন