নেত্রকোনার মদনে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে বিজয় দিবস পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/12/received_1464377407387067-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোনার মদনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার (১৬ ডিসেম্বর) উদযাপিত হয়েছে ৫১ মহান বিজয় দিবস।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধের পাদদেশে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
একে একে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন- উপজেলা প্রশাসন, উপজেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, মদন পৌরসভা, উপজেলা বিএনপি, জাতীয় পার্টি, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন গণমাধ্যম কর্মী, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
সকাল ৮ টায় জাহাঙ্গীরপুর টি আমীন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে, আনুষ্ঠানিক ভাবে, জাতীয় পতাকা উত্তোলন, ও পায়রা উড়ানো হয়।
পরে পুলিশ, আনসার, ও ভিডিপি, কলেজ, স্কুল, মাদ্রাসা, বয়েজ স্কাউট, গার্লস গাইড, কাব দল, এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দলের অংশগ্রহণের মাধ্যমে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী মুক্তিযোদ্ধা, পুলিশ, বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কুজকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার, সহকারী পুলিশ সুপার (কালিয়াজুরী সার্কেল) মোঃ রবিউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন মদন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহনূর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শৌকত জামিল, কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, ওসি মোঃ তাওহীদুর রহমান , উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, জেলা পরিষদ সদস্য মোতাহার হোসেন টিটু, মদন পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার একে এম শামসুল ইসলাম খসরু, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সহ বিভিন্ন সরকারি-বেসরকারি ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানগন।
মহান বিজয় দিবস ২০২২ কর্মসূচির মধ্যে রয়েছে আলোকসজ্জা, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, উপজেলা সকল সরকারি বেসরকারি ও মালিকানা ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ,সকাল ৮ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলা ১১.৩০মিঃ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, এবং জাতির পিতা স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা, বাদজুম্মা, সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রম জনমত সৃষ্টির জন্য আলোচনা সভা ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা,
বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, দুপুর ২টায় হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, বিকাল তিনটা প্রীতি ফুটবল খেলা মুক্তিযোদ্ধা একাদশ-বনাম উপজেলা পরিষদ, বেলা চার ঘটিকা মুক্তিযুদ্ধ বিষয়ক প্রদর্শনী সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন