নেত্রকোনার মদনে বিষ প্রয়োগে হাঁস নিধন, খামারির আহাজারি
নেত্রকোণা মদনে বিষ প্রয়োগে বুল বুল ও আরজু মিয়া নামে দুই খামারি হাঁস নিধনের অভিযোগ উঠেছে।
সোমবার (১৬ অক্টোবর)সকালে উপজেলার চান গাঁও ইউনিয়নের শাহাপুর পূর্ব পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
খামারি বুলবুল পিতা মৃত শাহ নেওয়াজ ও আরজু মিয়া, চান গাঁও শাহাপুর পূর্ব পাড়া মৃত শহীদ মিয়া ছেলে।
সরজমিন গিয়ে জানা গেছে, আরজু মিয়া প্রতিদিনের ন্যায় সোমবার সকালে দিকে নিজ খামারের প্রায় ১ হাজার ৪ শত ৫০টি হাঁস পাশ্বর্বতী বাড়ি পিছনে নিয়ে যায়। কিছু সময় যাওয়ার পর দেখা যায় হাঁসের পাল থেকে ১০০-৫০০ হাঁস সাথে সাথে ধড়ফড় করে মারা যায়। এই দৃশ্য দেখতে দেখতেই সব হাঁসগুলো মারা যায়।
এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে ঘটনা দেখার জন্য এলাকার শতশত নারী পুরুষ বাড়ীতে এসে ভির জমায়।
ক্ষতিগ্রস্থ খামারিদের অভিযোগ একই বাড়ীর শামছুউদ্দিনের ছেলে নূর আহমদ (৩০) পরিকল্পিত
ভাবে খাদ্যের সাথে বিষ মিশিয়ে হাঁসের পতিত গ্যারেজে রাতের অন্ধকারে বিষ ছিটিয়ে রাখেন।আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
এ ব্যাপারে উপজেলা প্রাণীসম্মদ কর্মকর্তা ডাঃ তায়রান ইকবাল বলেন,ভুক্তভোগী থানায় অভিযোগ করলে প্রশাসনের সহযোগিতায় আমরা মৃত হাঁসগুলো ময়নাতদন্তের জন্য ঢাকায় ল্যাবে পাঠাতে পারতাম।তাহলে মৃত্যুর সঠিক কারণ জানা যেতো।
মদন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন,বিষ প্রয়োগে হাঁস মেরে ফেলার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন