নেত্রকোনার মদনে হানাদার মুক্ত দিবস পালিত
নেত্রকোনার মদনে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। প্রেসক্লাব মদন,নেত্রকোনার উদ্যোগে শুক্রবার (৮ নভেম্বর) বিকালে প্রেসক্লাব মিলনায়তনে দিবসটি পালন করা হয়।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা স্মৃতি সংরক্ষণ সংসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতাা মহাসচিব জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে সাংবাদিক মোশারফ হোসেন বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মদন বাজার বণিক সমিতির সভাপতি ও মুক্তিযোদ্ধা স্মৃতি সংরক্ষণ সংসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতাা চেয়ারম্যান ডা: দেলোয়ার হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান, জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজার কমিটির সভাপতি মাহমুদুর রহমান মিঠু, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক মোতাহার আলম চৌধুরী।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক তোফাজ্জল হোসেন, ফয়েজ আহম্মদ হৃদয় ,নিজাম উদ্দিন, জাকির আহমেদ, মোহাতার হোসেন লিটন, আলী আজগর পনির প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন