নেত্রকোনার মদনে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৪ অনুষ্ঠিত

৭ মে-২০২৪ মদন উপজেলার জাহাঙ্গীর পুর টি আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত কাব স্কাউটদের মিলন মেলা ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী ১০ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় মহাতাঁবু জলসা আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।
এবারের থীম ছিল ” শিশু বিকাশে কাবিং’। সৎ যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে শিশুদের গড়ে তুলতে কাজ করে যাচ্ছে স্কাউট আন্দোলন।
তিনদিন ব্যাপী কাব ক্যাম্পুরীর মহাতাঁবু জলসা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর পুর টি আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভার প্রাপ্ত) আঃ রউফ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নাজমুল হুদা, একাডেমি সুপারভাইজার জোছনা বেগম ,দেওয়ান সানজিদ, জাহাঙ্গীর পুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন রেন্টু উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ কামরুল জ্জামান, রফিক।
বালালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মীর কাসেম,রামদাসখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হক।
এ ছাড়া ও উপস্থিত ছিলেন ডেপুটি ক্যাম্পুরী চীফ সমীর কুমার দাস,ক্যাম্পুরী সচিব মোঃ নুরুল ইসলাম, প্রোগ্রাম চীফ এ এম শাহ আতিকুর রহমান। স্কাউট আয়োজিত ৫ম উপজেলার কাব ক্যাম্পুরীতে ২৬ টি চ্যাটার ভুক্ত ইউনিট অংশ গ্রহন করে। পরে তাদের মধ্যে সনদ পত্র বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















