নেত্রকোনার মদনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত
প্রতি বছরের ন্যায় নভেম্বর মাসের প্রথম শনিবার জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসে এ বছরের প্রতিপাদ্য” সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ’ এবার ভিন্ন পরিবেশে দেশ ব্যাপী সমবায় সম্মিলিত উদ্যোগে সমবায় দিবস উদযাপন হচ্ছে।
শনিবার (২ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে, সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধো দিয়ে দিবসের সূচনা হয়। পরে উপজেলা পরিষদ হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদের হল রুমে সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ রেজুয়ান ইফতেকার। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।
বক্ত্যরা বলেন, সমবায় সম্পর্কে জনগনকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ন ভাবে পালন করার আহবান রাখেন।
এ ছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানা পারভিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন উজ্জ্বল, সমবায়ী শ্রেষ্ঠ উদ্যোক্তা মোঃ ইয়াছিন মিয়া, রেজিয়া আক্তার, মদন প্রেসক্লাব সদস্য মোঃ মোশাররফ হোসেন বাবুলসহ গণ মাধ্যম কর্মীগণ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন