নেত্রকোনার মদন উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে বীজ ও সার বিতরণ
নেএকোনা মদন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলা কৃষি অফিসের সামনে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন,
এ সময় মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃহাবিবুর রহমান, জেলা অতিরিক্ত উপ-পরিচালক( শষ্য) সাধন কুমার মজুমদার, মদন পৌরসভা মেয়র, মোঃ সাইফুল ইসলাম সাইফ, চান গাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আলম তালুকদার, গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম মামুন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন, সরকারীভাবে বিনামূল্যে উন্নত মানের ধানের বীজ ও সার বিতরণ করা হচ্ছে। তার সঠিক বাস্তবায়নের জন্য কৃষকদের প্রতি তিনি আহ্বান জানান, আপনারা চাষাবাদে বেশি করে যত্নবান হোন,উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের পরামর্শ দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন