নেত্রকোনায় চলন্ত ইজিবাইকে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/02/IMG_20210225_130152.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোনায় চলন্ত ইজিবাইকের চাকার সঙ্গে গলায় থাকা ওড়না পেঁচিয়ে ঝর্না আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আটপাড়া উপজেলার স্বল্প সুনুই এলাকায় এ ঘটনা ঘটে।
ঝর্না আক্তার নেত্রকোনার বারহাট্টা উপজেলার ডেমুড়া গ্রামের নুরুজ্জামান মিয়ার মেয়ে। সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঝর্না আক্তার তার দাদির সঙ্গে নেত্রকোনা থেকে বাড়ি ফিরছিলেন। পথে অজান্তেই তার গলায় থাকা ওড়না চলন্ত ইজিবাইকের চাকায় প্যাঁচ লাগে। এত সে গুরুতর আহত হলে দ্রুত তাকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল এসব তথ্য নিশ্চিত করে জানান, আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন