নোয়াখালীতে শিক্ষকদের সংগঠন বিএএসএফ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

শিক্ষকদের সম্মানে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বিএএসএফ) নোয়াখালী শহর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) শিক্ষকদের সংগঠন “বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন” নোয়াখালী শহর শাখার আয়োজনে মাইজদি আল ফারুক স্কুলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএএসএফ নোয়াখালী শহর শাখার সাধারণ সম্পাদক শাখাওয়াত উল্লাহ এর উপস্থাপনায় এবং বিএএসএফ নোয়াখালী শহর শাখার সভাপতি মনির আহমদ এর সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএএসএফ নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান এবং বিএএসএফ নোয়াখালী শহর শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ ইউসুফ।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএএসএফ নোয়াখালী শহর শাখার উপদেষ্টা
জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল রাকিব এবং শহর শাখার উপদেষ্টা অ্যাডভোকেট নিজাম উদ্দিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএএসএফ নোয়াখালী শহরের সহ-সভাপতি জনাব শফিকুর আবরার,শহর সহ-সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান,শহর কোষাধ্যক্ষ আব্দুর রহিম।মাধ্যমিক পরিষদ সভাপতি প্রধান শিক্ষক জনাব দেলোয়ার হোসেন, মাদ্রাসা শিক্ষক পরিষদ সভাপতি মাওলানা মুহাম্মদ উল্লাহ, প্রাথমিক শিক্ষক পরিষদ সভাপতি প্রধান শিক্ষক জনাব বেলাল হোসেন বাবর।
কারিগরি শিক্ষক পরিষদ সভাপতি জনাব জহিরুল হক, কে.জি পরিষদের সভাপতি জনাব আকবর হোসেন মামুন, ইবতেদায়ী পরিষদ সভাপতি জনাব লোকমান হোসেন, এই ছাড়াও শহরের কলেজ, মাদ্রাসা, স্কুল সমূহের প্রধান শিক্ষক সহ বিভিন্ন শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং শিক্ষকদের সার্বিক সহযোগিতায় বিএএসএফএর ভূমিকার প্রশংসা করেন।পরিশেষে দেশ, জাতি ও সমাজের কল্যাণ কামনায় মোনাজাত করে ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন