নোয়াখালীর চাটখিলে অতিরিক্ত বাস ভাড়া আদায়ে ৬০হাজার টাকা জরিমানা

নোয়াখালীর চাটখিলে অতিরিক্ত বাস ভাড়া আদায়ে ৬০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সোমবার সন্ধ্যায় চাটখিল পৌর শহরে অভিযান চালিয়ে হিমালয় ও স্বাধীন বাংলা পরিবহনের ৩০হাজার টাকা করে ৬০হাজার টাকা জরিমানা আদায় করে।
আদালত পরিচালনা কাজে তাকে থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন