নোয়াখালীতে ব্র্যান্ডিং বিষয়ে তথ্য অফিসের প্রেস ব্রিফিং
এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলার ব্র্যান্ডিং হিসেবে নিঝুম দ্বীপকে ঘোষণা করা হয়েছে “নিঝুম দ্বীপের দেশ নোয়াখালী”। এই সঙ্গে থাকছে জেলার ঐতিহ্যবাহী মহিষের দই। পর্যায়ক্রমে সংস্কৃতি, স্থান ও গুণী ব্যক্তিত্বরাও। সোমবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে প্রধানমন্ত্রীর একসেস টু ইনফরমেশন (এটুআই) এর অধীন জেলা ব্র্যান্ডিং, কিশোর বাতায়ন এবং উদ্ভাবকের খোঁজে শীর্ষক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি ঘোষণা করেছে জেলা প্রশাসন। প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুর রউফ মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল আলম, সিনিয়র তথ্য অফিসার কৃপাময় চাকমা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতিমা। এছাড়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীগণ বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন জেলাকে ব্র্যান্ডিং এর আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় জেলাকে এর আওতায় আনা হয়েছে। তারই ধারাবাহিকতায় নোয়াখালীকে ব্র্যান্ডিং করতে জেলা প্রশাসন দীর্ঘদিন কাজ করেছে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনা শেষে নোয়াখালীর পর্যটন কেন্দ্র নিঝুম দ্বীপ দিয়ে ব্র্যান্ডিং করার সিদ্ধান্ত হয়। এরই সঙ্গে থাকছে ঐতিহ্যাবাহী মহিষের দই। তিনি আরো বলেন, নিঝুম দ্বীপকে দেশ ও দেশের বাহিরে গ্রহণযোগ্য একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করছে জেলা প্রশাসন। এ জন্য ইতোমধ্যে সরকারের বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্তৃপক্ষ নিঝুম দ্বীপ ঘুরে গেছেন। জেলার অর্থনীতিকে আরো সমৃদ্ধ করতে এ উদ্যোগ একটি যুগোপযোগী পদক্ষেপ বলেও মনে করেন তিনি। নিঝুম দ্বীপ যখন দেশ ও দেশের বাহিরে নোয়াখালীর ব্র্যান্ডিং হিসিবে পরিচিতি লাভ করবে তখন এ জেলার অর্থনীতি আরো সমৃদ্ধ হবে। ইতোমধ্যে নিঝুম দ্বীপের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপের কথাও জানিয়েছেন জেলা প্রশাসক। ব্রিফিং এর শুরুতে ব্র্যান্ডিং নিয়ে দুটো প্রদর্শনী করা হয়। প্রদর্শনীতে জেলার বিভিন্ন দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থান, বস্তু ও ব্যক্তিত্বের কথা তুলে ধরা হয়। দেখানো হয় নিঝুম দ্বীপের নানা সৌন্দর্য।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন