নোয়াখালীর চাটখিলে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই আটক


নোয়াখালীর চাটখিলে কিশোরী শ্যালিকা ধর্ষণের অভিযোগে দুলাভাই মো. রুবেল হোসেনকে (২৭) আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ জুন) বিকেলে উপজেলার খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রুবেল হোসেন নির্যাতিত কিশোরীর (১৩) দূরসম্পর্কের দুলাভাই হন। গত তিন বছর ধরে শ্বশুর বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছেন তিনি। শুক্রবার দুপুরে রুবেল কিশোরী শ্যালিকাকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে রুবেল পালিয়ে যান। পরে কিশোরীর পরিবারের লোকজন ঘটনাটি পুলিশকে জানালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। আটককৃত রুবেলকে জিজ্ঞাসাবাদ চলছে। শনিবার সকালে ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন