নোয়াখালীর সোনাইমুড়ী জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ঐতিহ্যবাহী জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে চার তলা বিশিষ্ট ‘আলহাজ্ব জাহাঙ্গীর কবির একাডেমিক ভবনের’ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) উক্ত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাটখিল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
উক্ত ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী ০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এইচ এম ইব্রাহিম এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের।
এছাড়াও বক্তব্য রাখেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউল হক, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল ভিপি, সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এসো গড়ে উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুল আউয়াল ভিপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বেল্লাল হোসেন পাটোয়ারী। প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ উপহার দেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মোঃ শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















