নৌকায় সিল মেরে গোপন কক্ষে সেলফি
রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রের ভোটের গোপন কক্ষে সিল মারা ব্যালটসহ ছবির দেখা মিললো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
আজ সকাল ১০.৫৩ মিনিটে ফেসবুকে পোস্ট করা ছবিটিতে মো. সাইদুল ইসলাম নামের একজন ভোটার তিনটি ছবি পোস্ট করেন। এর একটি সিল মারা ব্যালটের, অন্যটি সিল মারা ব্যালটসহ বুথের ভেতর তার নিজের এবং অন্যটি একজন চেয়ারম্যান প্রার্থীর।
এই বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল বলেছেন, ‘বুথের ভেতর কেউ কোনও প্রকার ছবি তুলতে পারবে না, এটা অপরাধ।’
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বলেছেন, ‘এটি কেউ করতে পারেন না, এটা অন্যায়। গোপন বুথে ছবি তোলাটাই অপরাধ। এই বিষয়ে আইনে সুস্পষ্ট নির্দেশনা আছে। কেউ অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’
উল্লেখ্য, আজ সোমবার উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৬ জেলার ১১৬টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন