ন্যায়বিচার প্রতিষ্ঠা হলো : তথ্যমন্ত্রী
২১ শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হলো বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার রায় ঘোষণা হওয়ার পর তাৎক্ষণিক লিখিত প্রতিক্রিয়ায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু এ মন্তব্য করেন।
বুধবার ঢাকার ১নং অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালে ২০১৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় করা হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ২০ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল ইতিহাসের ঘৃণ্য এক সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। একটি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এ হামলা ও হত্যাকাণ্ড পরিচালিত হয়েছিল।’
তিনি বলেন, ‘এই ঘৃণ্য হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হলো।’
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে চালানো গ্রেনেড হামলায় ২২ জন নিহত হয়েছিলেন। ওই হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন