ন্যূনতম সংস্কারের আগে নির্বাচন দেয়া ঠিক হবে না: জামায়াত আমির
নির্বাচন প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ন্যূনতম সংস্কারের আগে নির্বাচন হওয়া ঠিক হবে না। ভবিষ্যতে এমন সরকার হোক, গ্রাম থেকে শহর সব যায়গায় যেন তাদের দায়বদ্ধতা থাকে। জনগণ দীর্ঘদিন বঞ্চিত হয়েছে, সেইদিন যেন আর ফিরে না আসে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ফেনীর পরশুরামে গেল আগস্টের বন্যায় ভেঙে যাওয়া মুহুরী নদীতীরের বল্লার মুখ বাঁধ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি ফেনীর মুহুরী নদী তীরে স্থায়ীবাঁধ নির্মাণের দাবি জানান।
জামাত আমির বলেন, কোনো দেশ এভাবে নদীর বাঁধ কেটে অন্য দেশকে বিপদে ফেলতে পারে না। এটার নজির নেই। এ সময় তার সাথে জামায়াতের সহকারী সেক্রেটারি এটিএম মাসুম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই মুুহুরী নদীর এই বাঁধটি বন্যার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অন্যায়ভাবে কেটে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। যার ফলে ফেনীসহ কয়েকটি এলাকা ভয়াবহ বন্যার কবলে পড়ে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন