নড়াইলে ছাত্রীকে নির্যাতন গৃহশিক্ষকের! পিতাকে আহত, গ্রেফতার ১
নড়াইলে বাবার সাহসিকতার জন্য বেঁচে গেলেন তার মেয়ে স্কুলছাত্রী। মেয়েকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অভিযুক্ত গৃহশিক্ষক আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গৃহশিক্ষকের হাতে বেশ কয়েকবার যৌন হয়রানির পর বাবাকে জানায় নড়াইলের এক স্কুলছাত্রী। তাকে পড়াতে নিষেধ করা হলে ক্ষিপ্ত হয়ে রোববার রাতে ঘরে ঢুকে ঐ ছাত্রীকে নির্যাতনের চেষ্টা চালায়। এ সময় মেয়েকে রক্ষা করতে এলে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে গৃহশিক্ষক মিঠু।
মিঠুকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। সোমবার দুপুরে মামলা দায়ের পর তাকে গ্রেফতার দেখানো হয়।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা বলেন, মিঠুর নামে এর আগেও আরো দুটি মামলা আছে। মারামারি ও মার্ডারের মামলা আছে। এর আগে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত বছরের ১৫ মার্চ ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে মিঠু। সে সময়ও স্বজনরা বাধা দিলে তাদের ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে। সেসময় মিঠুর শাস্তির দাবিতে আন্দোলনও করেন এলাকাবাসী।
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান স্থানীয়রা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন