নড়াইলে ৫দিনব্যাপী আবাসিক ফুটবল প্রশিক্ষণ শেষে সনদপত্র ও জার্সি বিতরণ
নড়াইলে শিক্ষার্থীদের অংশগ্রহণে পাঁচদিনব্যাপী আবাসিক ফুটবল প্রশিক্ষণ শেষে সনদপত্র ও জার্সি বিতরণ করা হয়েছে।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শনিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সনদপত্র ও জার্সি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা।
জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ইসমত আরা, নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, ক্রীড়া ব্যক্তিত্ব কৃষ্ণপদ দাস, আব্দুর রশীদ মুন্নু, সৈয়দ তরিকুল ইসলাম শান্তসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ডেভেলপমেন্ট কাপ ফুটবল আবাসিক ক্যাম্পে ২৪ জন অনুর্ধ্ব-১৫ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর আগে গত ৩১ জানুয়ারি সকালে এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন