পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকালের বাণী পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় কেক কেটে উদযাপন করা হয়েছে রংপুর থেকে প্রকাশিত দৈনিক সকালের বাণী পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। রোববার (৯ নভেম্বর) সকালে তেতুলিয়া প্রেস ক্লাবে সকালের বাণী প্রতিনিধি জুলহাজ উদ্দিনের আয়োজনে এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। জানা গেছে, সকালের বাণী পত্রিকাটি দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করেছেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদত হোসেন রঞ্জু। এসময় তিনি পত্রিকাটির প্রতিনিধি জুলহাস উদ্দিনকে কেক খাইয়ে পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এসময় অনুষ্ঠানে উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, তাতীদলের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ, মৎস্যজীবী দলের সভাপতি আসিক ইকবাল, ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক ও তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সোহরাব আলী সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে শাহাদত হোসেন রঞ্জু বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে রংপুর হতে প্রকাশিত দৈনিক সকালের বাণী অল্প সময়েই পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে পত্রিকার অগ্রগতি ও সাফল্য কামনা করেন উপস্থিত সকলেই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















