পঞ্চগড়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের সমন্বয় সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বির সভাপতিত্বে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এস.এম রুহুল আমিন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. রাজিনুল হক, উপজেরা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুস আলী, উপজেলা শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. আফিফা জিন্নাত আফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আলী।

উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক মো. শাহজাহান আলী, তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) মানিক চন্দ্র রায়, উপজেলা ইসলামি ফাউন্ডেশনের সহকারী ফিল্ড সুপারভাইজার আবু তাহের আনসারী, সাংবাদিক মো. আব্দুল বাসেত, সাংবাদিক মো. জাবেদুর রহমান, সাংবাদিক মো. এসকে দোয়েল ও সাংবাদিক তরিকুল ইসলাম প্রমূখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এস.এম রুহুল আমিন বলেন, এইচপিভি ক্যাম্পেইন রেজিস্ট্রেশন অনুযায়ী উপজেলায় ৭ হাজার ৮২৯ জন কিশোরীকে এই টিকা দেওয়া হবে। দেশব্যাপীর ন্যায় উপজেলাতেও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে মোট ১৮দিন টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে প্রথম ১০দিন শিক্ষা প্রতিষ্ঠানে ও ইপিআই স্থায়ী কেন্দ্রসমূহে এ কার্যক্রম চলবে।

শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম-৯ম শ্রেণীর ছাত্রীরা টিকা পাবে। কেউ শিক্ষা প্রতিষ্ঠানে টিকা নিতে অসমর্থ হলে তারা স্থায়ী কেন্দ্রে টিকা নিতে পারবে। এছাড়া স্থায়ী কেন্দ্রে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরাও টিকা গ্রহন করতে পারবে। ১৬৮টি স্থায়ী টিকাদান কেন্দ্রসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি চলবে।