পঞ্চগড়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/12/1-1_1-838x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পঞ্চগড় সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মারামারি—কিলঘুষিতে ছোট ভাই আব্দুল মমিন (৬৫) —এর হাতে বড় ভাই ইয়াকুব আলী’র (৮৩) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সাতমেড়া ইউনিয়নের সাহেবীজোত ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী ওই এলাকার আফসার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে জমি নিয়ে বৈপিত্রেয় বড়ভাই ইয়াকুব আলীর সাথে ছোট ভাই আব্দুল মমিনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে শালিস বৈঠকও হয়। পরে মঙ্গলবার সকালে আবারও বিরোধে জড়ায় দুই ভাইসহ পরিবারের সদস্যরা। এক পর্যায়ে ছোট ভাই আব্দুল মমিনের কিলঘুষিতে বড় ভাই ইয়াকুব আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
অন্যদিকে জেলার দেবীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শাহিন (২০) ও মৃনাল (১৮) নামে দু’জন আহত হয়েছেন। সোমবার রাতে দেবীগঞ্জ পৌরসভার দ্বোসীমানা এলাকায় এঘটনা ঘটে।
পরে আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ হাসপাতালে নেয়া হলে শাহিনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তরিত করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন