পঞ্চগড়ে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়
পঞ্চগড়ে তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে। শুক্রবার (৯ জুন) সকাল ৯টার দিকে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রায় তিন শতাধিক মুসল্লি এই ইস্তিসকার নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আ ন ম আব্দুল করিম।
নামাজ শেষে বিশেষ খুতবার পর বৃষ্টির জন্য কেঁদে কেঁদে মোনাজাত করা হয়। এতে পৌর এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লিরা অংশ নেন।
ঁজানা যায়, বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম ইস্তিসকার নামাজের আহŸান জানান।
পবিত্র কোরআন ও হাদিস শরীফের উদ্ধৃতি দিয়ে খতিব মুফতি আ ন ম আব্দুল করিম বলেন, বৃষ্টির জন্য রসুলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইস্তিসকার নামাজ আদায় করেছিলেন। সেই নামাজের প্রার্থনা কবুল হয়ে অঝোর ধারায় বৃষ্টি নেমেছিল। চলমান দাবদাহ থেকে রক্ষার জন্য আমরাও নামাজের আয়োজন করি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন