পঞ্চগড়েরর তেঁতুলিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সাংবাদিকদের সাথে নবাগত ওসির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর ২০২০) সকাল ১১ টায় তেঁতুলিয়া মডেল থানার আয়োজনে তেঁতুলিয়া উপজেলার পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে উক্ত পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার এস.আই মো: আমজার হোসেন, তেঁতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মো: সোহরাব আলী, সাধারন সম্পাদক মো: আব্দুর রাজ্জাক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: মজিবর রহমান, সিনিয়র সাংবাদিক মো: আবু তাহের, মো: জাবেদুর রহমান জাবেদ, মুহম্মদ তরিকুল ইসলাম, মো: মমতাজ আলী, এস.কে দোয়েলসহ উপজেলার সকল সাংবাদিকবৃন্দ।
সভায় তেঁতুলিয়া মডেল থানার নবাগত ওসি আবু সায়েম বলেন, আমি তেঁতুলিয়া থানায় নতুন যোগদান করেছি। তেঁতুলিয়ার সার্বিক বিষয়ে আপনারা অবগত। পুলিশ সাংবাদিকের মধ্যে সংবাদ বিষয়ে মতবিনিময় হয়। পুলিশ সাংবাদিক উভই উভয়ের সাথে সমন্বয় রয়েছে এবং সমন্বয় থাকা দরকার। মূলত সাংবাদিক তৃণমূলের সংবাদ সংগ্রহে যথেষ্ঠ কুটকৌশলী ও পরিশ্রম করে থাকে। অনেক ক্ষেত্রে সাংবাদিকের মাধ্যমে পুলিশ অনেক তথ্য পেয়ে থাকে । যারফলে পুলিশি কার্যক্রম অনেকটা সহজ হয়। তাই বর্তমান নতুন ওসিকে পরামর্শের মাধ্যমে তেঁতুলিয়া মাদক মুক্ত, বাল্যবিবাহ, চোরাকারবারী প্রতিরোধে ঢেলে সাজানোর সহযোগিতা চান।
তেঁতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মো: সোহরাব আলী বলেন, পুলিশ আইন বাস্তবায়ন কারী প্রশাসনিক দপ্তর। সাংবাদিক পুলিশের গুরুত্বপুর্ণ সহায়ক মাধ্যম। পুলিশ সাংবাদিক একই কাজ করে। পুলিশ আইন প্রয়োগ করে, সাংবাদিক দূর্নীতির নকসা চিত্র তুলে ধরে। সাংবাদিক পুলিশ প্রকৃত অর্থে দেশ তথা জাতির মঙ্গল কামনায় কাজ করলে দেশ সোনার বাংলায় পরিণত হবে। সাংবাদিকের হাতে কোন অস্ত্র নেই , ৫ টাকা দামের কলম পকেটে নিয়ে ২৪ ঘন্টা যেন অতন্দ্র প্রহরীর ন্যায় বিনা বেতনে মানুষের সেবায় কাজ করে থাকে। তাই তিনি নবাগত ওসির সাথে একাত্বতা ঘোষনা করে তেঁতুলিয়াকে সকল দূর্নীতি, সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ নিমূলে সকল সহায়তার আশ্বাস প্রদান করেন।
তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, সাংবাদিক পুলিশ উভয় উভয়ের কার্যক্ষেত্রে সহায়ক। সাংবাদিকের অনুসন্ধানী রিপোটের মাধ্যমে পুলিশি কার্যক্রম অনেকটা সহায়ক হয়। তাই পুলিশ সাংবাদিক মিলেমিশে তেঁতুলিয়ার সার্বিক পরিস্থিতি সুন্দর হউক এমন প্রত্যাশা করেন।
অনেকের মধ্যে তেঁতুলিয়া প্রেস ক্লাবের সদস্য মুহম্মদ তরিকুল ইসলাম বলেন, থানায় এসে সাধারন মানুষ যাতে সাধারন ডাইরী ও মামলা নিয়ে হয়রানি স্বীকার না হয় সে ব্যাপারে ওসির হস্তক্ষেপ চান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন