পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিল্পী সিরাজুল ইসলাম দেওয়ানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/05/খাদেমুল-ভাই-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিল্পী সিরাজুল ইসলাম দেওয়ানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মে ২০২২) রাতে চৌরাস্তা বাজারে এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা সুরেলা সংগীতালয়ের একটি ক্লাব।
সভায় সাংস্কৃতিক কর্মী রবিউল ইসলামের সঞ্চালনায় এবং সিনিয়র সাংবাদিক ও লালন পর্ষদের প্রতিষ্ঠা সভাপতি সাংস্কৃতিক বাউল শিল্পী খাদেমুল ইসলামের সভাপতিত্বে উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিলে মরহুম দেওয়ান সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- ক্যামেলিয়া ব্যান্ডের সভাপতি মোস্তফা সুমন, প্রেস ক্লাবের সভাপতি সোহরাব আলী, সাংস্কৃতিক কর্মী রিয়াজুল ইসলাম মোল্লা, রাজনীতি বিদ ও সমাজ কর্মী আব্দুল মতিন, কবির হোসেন, সাংস্কৃতিক কর্মী সফিকুল ইসলাম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, লালন সদস্য আব্দুল রহমান বাবু, মোকসেদ আলী, আজিজ, আব্দুল গনি, সিদ্দিক, নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও স্মরণ সভায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ও রাজনৈতিক বিদ সমাজ নেতাকর্মীবৃন্দ।
এসময় বক্তারা সিরাজুল ইসলাম দেওয়ানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এবং শিল্পী বেতারের অবদান নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সেই সাথে উপজেলা শিল্পকলার বিষয়ে চলমান সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। উক্ত সভায় সভাপতি সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম বিভিন্ন সাংস্কৃতিক কর্মীদের নানান দিক নিদের্শনামূলক বক্তব্য ও আগামী দিনের সাংস্কৃতিক কর্মীদের পাশে থাকা পরিকল্পনার কথা উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে অধিকার প্রতিষ্ঠা ও যেকোন সৃষ্ট সমস্যা সমাধানে কাজ করার আহবান জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন