পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন
সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এমপি মোঃ জাহিদ আহসান রাসেল।
বুধবার (৩০ নভেম্বর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ রোড সংলগ্ন এলাকায় ৬ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তরের এই শুভ উদ্বোধন করা হয়। এরপর মন্ত্রী জেলার সদর উপজেলায় আরেকটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম কাজের শুভ উদ্বোধন করেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে উক্ত ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা (পিপিএম), উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সোহাগ চন্দ্র সাহা, বীর প্রতীক আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার কাজী মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, উপজেলা সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা ও গণমাধ্যমকর্মীরা।
ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। তাই দেশে মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা-উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। এখানে সবাই খেলতে পারবে, অনুশীলন করতে পারবে। এসব স্টেডিয়াম খেলাধুলায় অনেক উপকারে আসবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরোও বলেন, পঞ্চগড়ের সব উপজেলার মধ্যে তেঁতুলিয়ার মেয়েরা খেলাধুলায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। আমরা চাই এ খেলা আরও অনেক দূর এগিয়ে যাক। শুধু হ্যান্ডবল ও ফুটবল নয়, অন্যান্য খেলাতেও দেশে নারীরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, তার প্রমাণ হচ্ছে কিছু দিন আগের সাফ ফুটবল। এ ফুটবলে নারীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সেই অর্জনকে আমাদের ধরে রাখতে হবে। আশা করছি আগামী ৬ মাসের মধ্যেই নির্মাণকাজ শেষ হবে। আর এই নির্মাণকাজে যাতে কোনো রকম ঘাটতি না হয়, এই দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিধি ও দায়িত্বরত ব্যক্তিগণ।
প্রসঙ্গত, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ও খেলাধুলায় ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে প্রথম পর্যায়ে ১২৫টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা ব্যয়ে ১৮৬টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কার্যক্রমের অংশ হিসেবে তেঁতুলিয়া ও জেলা সদরে স্টেডিয়াম নির্মাণের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন