পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চালানো হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) উপজেলায় অনিয়ন্ত্রিতভাবে পাথর বাছাই, রাস্তার উপর পাথর ও বালু রেখে বায়ু দূষণ করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। এসময় পাথর ক্রাশিং এর সাথে সংশ্লিষ্ট মালিক ও শ্রমিকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এছাড়াও পরিবেশ অধিদপ্তর কর্তৃৃৃক বাস্তবায়নাধীন “শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদ্বারিত্বমূলক প্রকল্প” এর আওতায় অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হর্ণ ব্যবহারের অভিযোগে ১টি ট্রাক ড্রাইভারকে ৪ হাজার টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করেন এবং অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ৪টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

উপজেলা নির্র্বাহী অফিসার(ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহা অভিযানে নেতৃত্ব দেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এতে তেঁতুলিয়া মডেল থানার একদল পুুলিশ সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়।