পঞ্চগড়ের সদর ও দেবীগঞ্জে মডেল মসজিদ কমপ্লেক্সের উদ্বোধন
পঞ্চগড়ের সদর ও দেবীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
মুজিবশত বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১০জুন) গণভবন থেকে ভার্চুয়ালি সারা দেশের ৫০ টির সাথে এই দুটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন।
এ সময় পঞ্চগড় সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মির্জা সাখোয়াত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক শামীম সিদ্দিক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরাসহ আলেম ওলামরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পঞ্চগড় জেলা শহরের জালাসীতে সদর উপজেলা এবং দেবীগঞ্জ পৌর এলাকায় এই দুটি দৃষ্টি নন্দন মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণে ২৪ কোটি টাকা ব্যয় হয়েছে। গণপূর্ত অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করে।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের প্রতিশ্রুতির বাস্তবায়নে এই মডেল মসজিদ ও সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করা হয়।
পঞ্চগড় সদর উপজেলার অত্যাধুনিক ও সুসজ্জিত এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নারী ও পুরুষদের পৃথক ওযু ও নামায আদায়ের সুবিধা, লাইব্রেরী, গবেষণা ও দীনি দাওয়া কার্যক্রম, পবিত্র কুরআন হেফজ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশী পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজ্জযাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ ইত্যাদি ব্যবস্থা রয়েছে। ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা রাখা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন