করোনা প্রতিরোধে
পঞ্চগড়ে পুলিশের সচেতনতা প্রচার ও মাস্ক বিতরণ
পঞ্চগড়ে মহামারী কোভিট-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সর্ব সাধারণের মাঝে জন সচেতনতা সৃষ্টি ও মাস্ক ব্যবহারে উদ্ব্দ্ধু করণ কর্মসূচি পালন করেছে জেলা পুলিশ।
রবিবার দুপুরে শেরে বাংলা চত্তরের শহীদ মিনারের সামনে পঞ্চগড়- তেঁতুলিয়া মহাসড়কে জেলা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য বক্তব্যে তিনি বলেন, মহামারী করোনা ভাইরাসের সচেতনতায় পুলিশ মাঠে নেমেছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
করোনা ভাইরাস প্রতিরোধে সর্ব সাধারণের মাঝে জন সচেতনতা সৃষ্টি ও মাস্ক ব্যবহারে উদ্ব্দ্ধু করণ কর্মসূচিতে বিশেষ অতিধি পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু আক্কাস আহম্মদ, নারী পুলিশ সদস্য সহ আরও অন্যান্য পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন