পটুয়াখালীর কলাপাড়ায় ২১বছর পর (বাশিস) এর উপজেলা কমিটি গঠন
পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সেলিম ভূইয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মলনে উপস্থিতি মতামত ও প্রস্তাব সমর্থনের মাধ্যমে মুসুল্লিয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফকরুল ইসলামকে সভাপতি ও খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাইনুল ইসলাম সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে লালুয়া এসকে জেবি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল বাশার,সিনিয়র সহসভাপতি হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল ইমরান হারুন,সিনিয়র সহ সাধারণ সম্পাদক নুরমোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন সহ মোট ১২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত এ কমিটি আগামী ২ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
দ্বি-বার্ষিক এ সম্মেলনে হাজিপুর মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা শাখার আহবায়ক পূর্ব বরবিঘাই জনতা মাধ্যমিক বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক এম এ মতিন।
এতে প্রধান বক্তা ছিলেন,বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সদস্য সচিব মোঃ মনজুরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার যুগ্ম আহবায়ক দক্ষিণ ধরান্দি মাধ্যমিক বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক হুমায়ুন কবির খান (মজনু) বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার যুগ্ম আহবায়ক ও হেতালিয়া মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক শবনম মুস্তারী (পিরু) বাংলাদেশ শিক্ষক সমিতি সদস্য ও লোহালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিকিক্ষা সহ শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা শিক্ষকদের ঘরভাড়া, চিকিৎসা,অবসর ভাতা,উৎসব ভাতা, সকল সুযোগ সুবিধার দাবি সহ নানা বঞ্চনার কথা তুলে ধরে তা নিরসনে মাধ্যমিক শিক্ষকদের জাতীয় করণ করার জোর দাবী জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন