পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার পেল ২৭ প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা
পটুয়াখালীর কলাপাড়ায় প্রধান মন্ত্রীর দেয়া উপহার পেয়েছে ২৭ টি এপিও ভুক্ত মাদরাসার মেধাবী শিক্ষার্থীরা।
১০ জুলাই সোমবার বেলা এগারোটায় দ্বিতীয় পর্যায়ে উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা প্রশাসন সভা কক্ষে এসব উপহার (ট্যাবলেট—ট্যাব) বিতরণ করা হয়। এসময় নবম ও দশম শ্রেনীর ৮৬ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেয়া হয়। অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান।
এছাড়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. নুরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা ও কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ূন কবির। ট্যাব বিতরণকালে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন