পটুয়াখালীর গলাচিপায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ গলাচিপা (ডাকুয়া) আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার গলাচিপা (ডাকুয়া) আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মু: হারুন অর রশীদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মু: মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার দীপ শিখা জয়ন্তী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবিএম এবাদুল্লাহ।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, তোমাদের ভবিষ্যতে আরো ভাল ফলাফল করতে হবে। তিনি বড় হয়ে সকলকে দেশের সেবায় এগিয় আসার আহ্বান জানান। শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য তার নিজের জীবনের সফলতার গল্প তুলে ধরেন।
সকল কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন এবং ব্যক্তিগতভাবে প্রত্যেককে ৩টি করে বই উপহার দেন।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন