পটুয়াখালীর গলাচিপায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গলাচিপা (ডাকুয়া) আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় গলাচিপা (ডাকুয়া) আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক এ,বি,এম এবাদুল্লাহর সঞ্চলনায় এসএমসির সদস্য আ: ছালাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ৩য় ও ৪র্থ শ্রেনির শিক্ষার্থীরা মানপত্র পাঠ ও বক্তব্য প্রদান করেন।

সভাপতি তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, “পড়ার সময় নোট করে পড়তে হবে। প্রয়োজণীয় বিষয় আলাদা করে কাগজে টুকে রাখতে হবে। তাতে করে পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে চোখ বুলিয়ে নেওয়া সহজ হবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, “তোমাদের সকলের দ্রুত পড়ার অভ্যাস গড়ে তুললে হবে। যাতে কম সময় অনেক বেশি পড়া যায়। আর সব সময় পড়ার জিনিস গুছিয়ে রাখবে। যেমন নোট খাতা, কলম, পেন্সিল এগুলো। এসব খুজতে সময় নষ্ট হলে পড়ার ইচ্ছা অনেকটাই কমে যায়। ভালো শিক্ষার্থীরা সব সময় পড়ার জিনিস গুছিয়ে রাখে। পড়ার সময় ফোনে কথা বলা, নেট ব্রাউজিং এমনকি টুকিটাকি কাজের দিকেও তোমরা মনোযোগ দেবেনা”

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আসন্ন প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহনের লক্ষ্যে ৩২জন শিক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
শিক্ষার্থীদের হাতে একটি করে ফাইল, কলম ও জ্যামিতি বক্স তুলে দেওয়া হয়। দুপুরের খাবার ও সকলের মঙ্গল কামনায় দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।