পটুয়াখালীর কলাপাড়ায় কলাগাছ কাঁটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়ায় কলাগাছ কাঁটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো.বাহাদুর হাওলাদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ধানখালী ইউপির পাঁচজুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ধানখালী ইউপি চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন তালুকদার জানান, বাহাদুর হাওলাদারের বাড়ির জমির পাশ দিয়ে বিদ্যুৎ সংযোগ লাইন রয়েছে। এর পাশেই তাঁর কলাগাছের বাগান। ভারী বর্ষনের মধ্যে সে ওই বাগান থেকে দা দিয়ে একটি কলাগাছ কাঁটতে গিয়েছিলেন। এ সময় অসাবধানতায় দায়ের কোপ বিদ্যুৎ লাইনের তারের উপর গিয়ে পড়ে। মুহুর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
নিহত বাহাদুর হাওলাদার ওই গ্রামের কালু হাওলাদারের ছেলে এবং পেশায় মোটরসাইকেল চালক ছিলেন।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আমরা খোঁজ নিয়ে দেখছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন