পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ এক শত পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহষ্পতিবার বিকালে বে-সরকারী উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) লালুয়া শাখার উদ্যোগে লালুয়া ইউপির মহল্লাপাড়া গ্রামে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. হাবীবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ’র সভাপতি তারিক খাঁন, কোডেক’র পটুয়াখালী সিনিয়র জোনাল ব্যবস্থাপক মোস্তাহিদুর রহমান নাঈম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা লালুয়া ইউনিয়নের বিধ্বস্ত দীর্ঘ আট কিলোমিটার বেড়িবাঁধ দ্রুত নির্মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।
একই সাথে প্লাবিত এলাকার বিপর্যস্ত মানুষের সূপেয় পানি সঙ্কট নিরসনে পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সকলের প্রতি আহবান জানান।

এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।