পটুয়াখালীর কলাপাড়ায় পরিবার পরিকল্পনা বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/06/kalapara-pic-02.06.21.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা ও তদনিন্ম পর্যায়ে জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহনে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগীতায় ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় পটুয়াখালী পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. মো. জসিম উদ্দিন মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াছ খান রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, কলাপাড়া প্রেসক্লাব’র সাবেক সভাপতি মেজবা উদ্দিন মান্নু প্রমুখ।
এসময় উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদ কর্মীরা উপস্তিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন