ঈদ উপলক্ষে

পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় দু’হাজার হতদরিদ্র পেলো খাদ্য সামগ্রি

পটুয়াখালীর কলাপাড়ায় করোনা পরিস্থিতিতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।

বুধবার সকাল ১০টার দিকে পৌর শহরের শাহজালাল ইসলামী ব্যাংক ভবনের নীচে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড’র পরিচালক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান’র সৌজন্যে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

কলাপাড়া ও রাঙ্গাবালী এলাকার ১৭৫০ দরিদ্র পরিবারের মাঝে ১৬ লক্ষ টাকা ব্যয়ে জনপ্রতি ১০ কেজি চাল, ২লিটার তেল, ১ কেজি চিনি, মুসুরী ডাল ১ কেজি, ১ প্যাকেট লাচ্চা সেমাই ও ১০০ গ্রাম গুড়া দুধসহ ওই ঈদ উপহার বিতরণ করা হয়।

সেসময় উপস্থিত ছিলেন কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ ড. শহিদুল ইসলাম বিশ্বাস, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড’র কলাপাড়া শাখার ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম হিরন প্রমুখ।

অনুষ্ঠানে সাংসদ মহিব্বুর রহমান বলেন, ‘করোনার এ দুর্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে কিছু খাদ্য সহায়তা নিয়ে এসেছি। আপনারা এ উপহার গ্রহন করে স্বাস্থ্য বিধি মেনে ঈদ উদযাপন করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করুন, যাতে বর্তমান পরিস্থিতি কাটিয়ে তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মান করতে পারেন।’