পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকের মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়ায় নির্মানাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎস্পৃস্টে শামীম (৩০) নামের এক বাঙ্গালী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউপির বৌলতলী বাজার সংলগ্ন নির্মানাধীন আরপিসিএল পাওয়ার প্লান্টে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃস্টের পর ওই শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত শামীমের বাড়ি ভোলার বোরহানউদ্দিন এলাকায়।
নিহতের সহকর্মী ইউসুফ জানান, শ্রমিক সরবরাহকারী ঠিকাদারী প্রতিষ্ঠান জেমস ইনঞ্জিনিয়ারিংয়ের শ্রমিক হিসেবে প্রায় দুবছর ধরে ওই বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন শামীম। বিদ্যুতায়িত হওয়ার আগে শামীম পাশেই একটি রুমে ঘুমিয়ে ছিলেন। কিন্ত কিভাবে তার মৃত্যু হয়েছে তা বলতে পারেননি।
জেমস ইনঞ্জিনিয়ারিংয়ের সহকারী প্রকৌশলী মো. আলহাজ্ব খাঁন জানান, সঠিক কিভাবে তিনি বিদ্যুতায়িত হয়েছেন তা আমরা জানার চেষ্টা করছি। কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুর রহমান জানান, কিভাবে ওই শ্রমিক বিদ্যুতায়িত হয়েছে তার সঠিক কারণ জানা যায়নি। তবে আইনি প্রক্রিয়া চলমান আছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন