পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/11/images-4.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযোদ্ধের সংগঠক, জাতীয় চার নেতার স্মরণে পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। বুধবার সূর্যদয়ের সঙ্গে সঙ্গে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে জাতীয় চার নেতাসহ সকল শহীদদের স্বরণ করে সকাল সাড়ে ১০ টায় আলোচনা সভা ও তাদের রুহের মাগফিরত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম রাকিবুল আহসান’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান (মহিব) এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শহিদ বিশ্বাস সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম প্রমূখ।
এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতাকমর্ীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মো. মাসুম বিল্লাহ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন