পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক ভাইদের ভূল তথ্য দেয়া হয়েছে বললেন বন কর্মকর্তা সালাম
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আবদুস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি দাবী করেছেন। একজন সরকারী কর্মকর্তাকে রাষ্ট্র তথা জাতীর কাছে হেয় করা হয়েছে বলেও তিনি দুঃখ প্রকাশ করছেন। ম্যানগ্রোভ বনাঞ্চল কেটে পাউবো’র যায়গায় চলছে বন কর্মকর্তার বহুতল ভবন নির্মাণ কাজ, এমন শিরোনামে গত ৩০ মার্চ এবং ১ এপ্রিল বিভিন্ন প্রিন্ট এবং অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়াতেই মূলত তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, আমার প্রিয় সাংবাদিক ভাইদের বিভিন্ন ভুল, বানোয়াট এবং মিথ্যা তথ্য দেয়া হয়েছে। যার সংবাদ প্রকাতিশ হয়েছে।
মূলত পবিত্র দায়ীত্ব পালন করতে গিয়ে অনেক প্রভাবশালী ব্যক্তির মন রক্ষা করতে পারিনি। তারাই হয়তো আমার বিরুদ্ধে এমন মিথ্যাচার করে আমাকে ফঁাসাতে চাইছে। আবদুস সালাম বলেন, আড়পাঙ্গাসিয়া নদী লাগোয়া এলাকায় আমার সহধর্মীনি ও তার ভাইয়ের ক্রয়ক্রিত রেকর্ডীয় সম্পতি রয়েছে। সেই রেকর্ডীয় জমিতে তারা ভবন নির্মান করছেন। এর সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। আমি কোনদিন সেখানে যাইনি এবং আমার কোন ভূমিকাও নেই। তিনি উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের প্রতি শ্রদ্ধা রেখে বলেন, তার বিরুদ্ধে আনিত মিথ্যা এবং বানোয়াট ভুল তথ্য যাছাই করা হলে সত্যতা বেড়িয়ে আসবে। তাই সাংবাদিক ভাইদের প্রতি বাস্তবতা তুলে ধরার অনুরোধ জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন